সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজারহাটে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কাযার্লয় ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪দিনব্যাপী সেবা সপ্তাহ পালন হয়েছে। সেবা সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার(১৫মে) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আরফানুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রসুল রাখি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রহমত আলী প্রমূখ।
এসময় উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
১২মে থেকে ১৫মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
সেবা সমূহ হচ্ছে সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন। লাইফ ভেরিফিকেশন সম্পর্কে অবহিতকরণ। সম্মানিত পেনশনারগণের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান। বিধি-বিধানের আলোকে পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ প্রাপ্যতা, পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয়,প্রতিবন্ধী সন্তানের প্রাপ্যতা ও করণীয় এবং পেনশন ইএফটি, সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি এবং ডিডিওগণ কতৃর্ক অনলাইনে সামরি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান।এছাড়াও সরকারি কর্মচারীগণ কতৃর্ক জিপিএফ অগ্রিম গ্রহণ,চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ,সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল,এলপিসি,শিক্ষা ভাতা, ফিক্সেশন,ইএলপিসি,সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম গ্রহণ করেন।