গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিষ্টার আলী (২৫) নামে ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বৃস্পতিবার দুপুরে উপজেলার বাগপুর জলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিষ্টার আলী ওই এলাকার শফি মিয়ার ছেলে। সে বড়বিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দিতে গেলে মিষ্টার আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে মিষ্টার আলীর মৃত্যুতে রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন তার আত্মার মাগফেরাত কামনা করে শোকবার্তা জানিয়েছেন।