১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

পীরগাছায় কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় শিশুর মৃত্যু

1 month ago
71


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছের নিচে চাপা পড়ে মো. রনি মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান (ভাটিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি মিয়া ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দশটার দিকে হঠাৎ প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে চলা প্রবল বাতাসে নূর আলম মিয়ার বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছটি সোজা এসে ঘরের ছাদ ভেঙ্গে ঘরে থাকা শিশু রনির মাথায় আঘাত হানে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাত এতটাই তীব্র ছিল যে মাথার মগজ বের হয়ে গিয়েছিল। নিহত রনি পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত। শিশু রনির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী শিশুটির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন। এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। এদিকে, ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। পরান-ব্রাহ্মনীকুন্ডা, বকশির দিঘি- পীরগাছা বাজার সড়কে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বকশির দিঘি-পীরগাছা সড়কের দুলালের চাতাল নামক স্থানে বড় একটি গাছ রাস্তায় পড়ে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আলোর কাফেলা নামে একটি স্বেচ্ছাসেবী দলের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মী ওই গাছ অপসারণ করে যান চলাচল সাভাবিক করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth