গোবিন্দগঞ্জে ঝড়ে উপরে পড়া গাছ চাপায় শাপলা বেগম নামের এক নারীর মৃত্যু: ঘটনাস্থলে না থাকায় প্রাণে বেঁচে গেছেন স্বামী

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় পীরপল বাজারে ভেঙে পড়া বটগাছের নিচে চাপা পরে চা’র দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনার চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় সে প্রাণে বেঁচে গেছেন।
১৭ মে,শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ করে প্রচন্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় পুরনো একটি বটগাছ দোকানের উপরে ভেঙে পড়ে। এতে চাপাপড়ে ঘটনাস্থলেই শাপলা বেগমের মৃত্যু হয়। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।
দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশিদ রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুর ডিউক ও ইউপি সদস্য রেজাউল করিম।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গাছ চাপায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।