তারাগঞ্জে জমি দখল নিতে কৃষককে মারধর ভেঙ্গে ফেললেন ৩০টি ফলে গাছ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে এক কৃষকের জমি দখল নিতে আম কাঠাঁলসহ ৩০টি ফলের গাছ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় গতকাল সোমবার বিকালে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগি কৃষক হযরত আলী।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ইকরচালি ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে হযরত আলী তার গ্রামের বাবলুর কাছ থেকে প্রায় ১৪ শতক জমি ক্রয় করে চাষবাদ করে আসছেন। গতকাল সোমবার (১৯ মে) সকালে কৃষক হযরত আলী তার জমিতে অসাছা পরিস্কার করতে থাকলে ছুট লক্ষীপুর এলাকার জালাদ শাহপাড়া গ্রামের আজম আলী ও তার ভাই বাবুল মিয়া তাদের পরিবারের লোকজন নিয়ে জমিতে প্রবেশ করে প্রায় ৩০টি গাছ ভেঙ্গে ফেলেন। এসময় কৃষক হযরত আলী বাঁধা প্রদান করলে তাকে মারধর করেন। খবর পেয়ে হযরতের পরিবারের লোকজন সেখানে উপস্থিত হলে প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় বার জমিতে চাষবাদ করলে হযরতসহ তার পরিবারের লোকজন হত্যার হুমকি দিয়ে চলে যায়। ইউপি সদস্য আমজাদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি ঘটনার বিবরন দিয়ে জানান, হযরত বাবুলের কাছ থেকে জমি ক্রয় করে নিয়ে চাষবাদ করছেন। এতে আজম আলী ও তার ভাই বাবুল মিয়া বাধাঁ প্রদান করছেন কেন বুঝতে পারছি না। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকালে কৃষক হযরত আলী ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারাগঞ্জ থানার এস আই সিরাজুল ইসলাম থানায় অভিযোগ দেয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।