৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

উপদেষ্টাদের কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় - দুলু

3 weeks ago
45


লালমনিরহাট প্রতিনিধি :

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভোটের জন্য ১৬ বছর আন্দোলন সংগ্রাম করলাম। শেখ হাসিনাকে বিতাড়িত করলাম আর এখন  উপদেষ্টাদের কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে।

তিনি উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা তো ভোট বিহীন ক্ষমতায় ছিল আপনারাও যদি ভোট বিহীন ক্ষমতায় থাকতে চান তাহলে শেখ হাসিনা ও আপনাদের মধ্যে পার্থক্য কি?

বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপমন্ত্রী দুলু প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। আপনার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা বিশ্বাস করি আপনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দ্লু এনসিপি'কে উদ্দেশ্য করে বলেন, কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। দেশে ছাত্র জনতার আন্দোলন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়।

পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট ১ হাতীবান্ধা-পাটগ্রাম আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রোকন উদ্দিন  বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth