৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ

1 month ago
228


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র শরিফুল ইসলাম (১৩) মাত্র ছয় মাসে পবিত্র কুরআন মাজিদ সম্পূর্ণ হিফজ (মুখস্থ) করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, যখন শরিফুলের বয়স মাত্র সাত বছর তখনই তার বাবা মারা যান। পিতৃহারা শরিফুলের পড়ালেখা চালিয়ে যাওয়া অভাবের সংসারে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। ঠিক সেই সময়ে দারুত তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতী হাসান আহমেদ আফেন্দী শিশুটির পাশে দাঁড়ান। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত দারুত তাকওয়া মডেল মাদ্রাসায় মুফতী হাসান আহমেদ আফেন্দী সম্পূর্ণ ব্যক্তিগত খরচে শরিফুলের পড়ালেখার দায়িত্ব নেন। তার এই মহানুভবতার ফলস্বরূপ মেধাবী শরিফুল মাত্র ছয় মাসের অবিশ্বাস্য সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়।

হাফেজ শরিফুল ইসলাম বর্তমানে উপজেলার জায়গীরহাট পুরাতন গরুহাটি সংলগ্ন দারুত তাকওয়া মডেল মাদ্রাসার একজন ছাত্র। তার এই অসাধারণ অর্জন মাদ্রাসা এবং এলাকার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শরিফুলের এই সাফল্যে এলাকাবাসী উচ্ছ্বসিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছেন। তার এই ঘটনা নিঃসন্দেহে অনেক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

দারুত তাকওয়া মডেল মাদ্রাসায় মুফতী হাসান আহমেদ আফেন্দী বলেন, আমি শরিফুলের পড়ালেখার প্রতি আগ্রহ দেখে অবাক হয়ে গেসলাম। তার এই সাফল্যে দারুত তাকওয়া মডেল মাদ্রাসায় নাম উজ্জ্বল হয়েছে । আমি তার সর্বোচ্চ উন্নতি কারণা করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth