রাজারহাটে ভ্রাম্যমান আদালতে আড়াই লাখ টাকার কারেন্ট ও রিং জাল আগুনে ভস্মিভূত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে প্রায় আড়াই লাখ টাকার কারেন্ট ও রিং জাল আটক করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বুধবার(২১মে) বিকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক রাজারহাট থানার পুলিশ ও আনসারের সহযোগীতায় উপজেলার চাকিরপশার বিলের চান্দামারী কৈলাশ পশ্চিম পাড়ায় ২৫’শ মিটার কারেন্ট ও রিং জাল যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা, বোতলা বটতলায় ১হাজার মিটার কারেন্ট জাল যার মুল্য ১ লাখ টাকা ওই এলাকায় আরও ২০০মিটার কারেন্ট জাল ও রিং জাল যার আনুমানিক মূল্য ২০হাজার টাকা এবং চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারে ২০০মিটার কারেন্ট ও রিং জাল যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা জব্দ করা হয়। পরে ওই সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দকৃত কারেন্ট ও রিং জালগুলো আগুনে পুড়ে ছাই করেন। বিষয়টি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক নিশ্চিত করে বলেন, এ উপজেলায় কোন বিলে বা খালে অবৈধ কারেন্ট বা রিং জাল ব্যবহার করলে মৎস্য সংরক্ষন আইনে তাদের শাস্তি দেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।#