নাগেশ্বরীতে মাঠ পর্যায়ের কার্যক্রম ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইএসডিও পিপিইপিপি-ই.ইউ প্রকল্পের আওতায় বেরুবাড়ী শাখায় মাঠ পর্যায়ের কার্যক্রম ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ইএসডিও এর পিপি.ই.পিপি-ই.ইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পজিরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ জিকরুল হক, টেকনিক্যাল অফিসার নূরসেদা আক্তার, রিজ্জাকুল হায়দার, জোনাল ম্যানেজার জুলফিকার আলী, এরিয়া ম্যানেজার নরেশ চন্দ্র রায়সহ অনেকে। এ সময় পুষ্টি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।