১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ঈদে নীলফামারীর আড়াই লাখ পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

3 weeks ago
72


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ (অতিদরিদ্রদের খাদ্য সহায়তা) কার্ডধারী ২ লাখ ৫২ হাজার ১৮২ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। ইতোমধ্যে চাল বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানান, ছয় উপজেলায় দুই লাখ ৩৬ হাজার ১৮৭ পরিবার এবং চার পৌরসভায় ১৫ হাজার ৯৯৫ পরিবার ভিজিএফ সুবিধার আওতায় রয়েছেন।

সূত্র জানায়, মোট বিতরণযোগ্য চালের পরিমাণ ২৫ লাখ ২১ হাজার ৮২০ কেজি, অর্থাৎ ২ হাজার ৫২১ দশমিক ৮২ মেট্রিক টন। এর মধ্যে উপজেলাগুলোর জন্য বরাদ্দ ২ হাজার ২৯০ দশমিক ৯৮ মেট্রিক টন এবং পৌরসভাগুলোর জন্য ২৩০ দশমিক ৬ মেট্রিক টন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৫৫ হাজার ৮৭ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে ২৮ ও ২৯ মে’র মধ্যে।’জেলা ত্রাণ কর্মকর্তার মতে, ৪ জুনের আগেই ভিজিএফ চাল বিতরণ শেষ করার নির্দেশনা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth