উত্তরাঞ্চলের প্রাচীণ দৈনিক দাবানল এর শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মামনা পেলেন যমুনা টেলিভিশনের মাজহার

নিজস্ব প্রতিবেদক:
উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানল এর শ্রেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠক হিসেবে সম্মামনা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
মঙ্গলবার ( ২৭ মে) রাতে রংপুর টাউন হলে দৈনিক দাবানল এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক তুলে দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ শওকাত আলীসহ অতিথিবৃন্দ। এসময় আইন, শিক্ষা, কৃষি বিষয়ে অবদানের জন্য সম্মামনা ছাড়াও পত্রিকাটির বিভিন্ন সেকশনে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার এবং রংপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।
ভিসি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, আইনজীবি সমিতির সভাপতি এ্যডভোকেট আফতাব হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রনাঙ্গন নামে সাপ্তাহিকের যাত্রা শুরু করেছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল। পরবর্তিতে মহাকাল হয়ে সেটি দৈনিক দাবানল হিসেবে উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা হিসেবে আলো ছড়াচ্ছে। ২৪ এর জুলাই বিপ্লবেও পত্রিকাটি অগ্রণীভূমিকা পালন করে।
পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির ষোলজেলার কর্মী ছাড়াও রংপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠন, শিক্ষাবিদরা অংশ নেন।