১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করেছে  বিএসএফ

3 weeks ago
31


আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৪ দিন পার হতে না হতেই আবারো উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে ২৪ মে উপজেলার বালাতারী সীমান্ত দিয়ে ২৪ জন নারী পুরুষ ও শিশুকে বিজিবি’র নিকট হস্তান্তর করে বিএসএফ।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ওই ৯ নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর  করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন খেতাবের কুটি ও ঝিকরী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

পুশইন হওয়া ওই ৯ জন হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম  সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার উপজেলা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি উদ্ধার হওয়া ৯ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। আমরা একটি সাধারণ ডাইরি করে পুশইন হওয়া ৯ জনের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth