৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গোবিন্দগঞ্জে স্কুল মাঠে অবৈধ ভাবে বসানো অস্থায়ী দুটি কোরবানির পশুর হাট যৌথ বাহিনীর সহযোগিতায় বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

2 weeks ago
162


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে বসানো অস্থায়ী দুটি কোরবানির পশুর হাট যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন। উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট  ও কাটাবাড়ী ইউনিয়নের বোগদহতে হাট দুটি হলো। স্থানীয় ভাবে রাজাবিরাট উচ্চ বিদ্যালয় মাঠে ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে টোল আদায় করছিলেন।

৩১ মে শনিবার দুপুরে  গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ্বাসের নেতৃত্বে  যৌথবাহিনী অবৈধ ভাবে বসানো হাট দুটিতে অভিযান পরিচালনা করে সেখানে পশু বিত্রিু বন্ধ করে  দেন এবং খেলাধূলার জন্য মাঠ দুটি উন্মুক্ত করে দেওয়া হয়।  

এ ষিয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন  এই হাটবাজার নীতিমালা বাইরে অবৈধ ভাবে পশুর হাট বসানো হয়েছিল। জেলা প্রশাসনের কোন অনুমোতি না থাকায় যৌথবাহিনীর সহযোগিতায় হাট দুটি উচ্ছেদ করা হয়। নীতিমালা ভঙ্গ করে এধরণের হাট বসানো হলে অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন গোবিন্দগঞ্জ উপজেলায় ২১টি স্থায়ী রয়েছে। কোথাও কোন অস্থায়ী হাট নেই এবং অস্থায়ী হাটের কোন অনুমোতিও দেওয়া হয়নি। তিনি ইাজাদারকে পশু বিত্রিুর খাজনা আদায়ের চার্ট লাগানোর পরামর্শ দিয়েছিন। যদি কোন হাটে চার্ট লাগানো না থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থ্া নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth