৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

হারাগাছে অনলাইন ক্যাসিনো সহ সকল জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

2 weeks ago
65


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় অনলাইন ক্যাসিনো ও জুয়াসহ সকল ধরনের জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টায় সামাজিক সংগঠন "আমার দেশ আমার অহংকার"-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ইমরান খান সুজনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন ধরনের জুয়া তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তারা এই অনলাইন ক্যাসিনো জুয়া খেলায় সর্বস্ব হারিয়ে বিপদগামী হচ্ছে, বাড়ছে নেশাগ্রস্ত, চুরি, ছিনতাই, খুন এর মতো ঘটনা। তারা এই ক্ষতিকর অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সারা দেশে এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। তাদের এই মানববন্ধন টি হারাগাছ থানা এলাকার বেশ কয়েকটি প্রধান জায়গা প্রদক্ষিন করেন।

সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে জুয়া নিষিদ্ধকরণের আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে জুয়া ও মাদকমুক্ত করতে তারা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং মানববন্ধন শেষে হারাগাছ মেট্রোপলিটন থানায় স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth