কবি এ এস এম হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তির:
কবি ও লং টেনিস খেলোয়ার এবং সাবেক আনসার ভিডিপি’র সার্কেল এডযুটেন্ট এ এস এম হাবিবুর রহমানের দাফন কার্য নুরপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। তিনি শনিবার বিকেল ৪ টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ এস এম হাবিবুর রহমান জন্ডিস, প্রোস্টেট ইনফেকশন, হাই ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এক মেয়ে কানাডা প্রবাসী। তিনি একজন সাহিত্যিক ছিলেন। সাংগঠনিকভাবে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ, লেখক সংসদ, ফিরে দেখার সাথে সম্পৃক্ত ছিলেন।
এর আগে গতকাল সোমবার সকালে লালমনিরহাট তিস্তায় গ্রামের বাড়িতে প্রথম জানাযা ও পরে বাদ জোহর এ এস এম হাবিবুর রহমানের কামাল কাছনা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে নগরীর বড় নুরপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। জানাযায় কবি সাহিত্যিক, প্রশাসন ও টেবিল টেনিস খেলোয়ার, সাংবাদিকসহ এলাকাবাসী অংশ নেন।
এদিকে কবি ও টেবিল টেনিস খেলোয়ার এবং সাবেক আনসার ভিডিপি’র সার্কেল এডযুটেন্ট এ এস এম হাবিবুর রহমানের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন চিকিৎসক ও সাহিত্যিক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, আমজাদ হোসেন সরকার, সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আহসান হাবিব রবু, সুলতান তালুকদার, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ড. নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মৌচাক সভাপতি হুমায়ুন কবীর মানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ. সাহিত্য একাডেমী রংপুরের সভাপতি হাই হাফিজ, সাধারণ সম্পাদক শাহ আলম, গীতিকবি সংসদ রংপুরের আহবায়ক মতিয়ার রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাহিত্যিকগণ। সকলেই শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।