গঙ্গাচড়ায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষে উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে উপজেলার ৩৬ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ১ কেজি, সেমাই (সাধারণ) ২শ গ্রাম, সেমাই (লাচ্ছা) ২শ গ্রাম, গুঁড়া দুধ ২শ গ্রাম, সুজি ৫শ গ্রাম, নুডলস ৩শ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১টি শপিং ব্যাগ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এসময় গঙ্গাচড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুহুল আমিনসহ
সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার সামগ্রী পেয়ে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যারা আনসার ও ভিডিপি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।