২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোটরসাইকেল শোডাউন

2 weeks ago
42


নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০ জুন শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের গণ সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর ও জেলা শাখা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে  ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে নগরীর কালেক্টরেট ঈদগাঁ মাঠ হতে মোটরসাইকেল শোডাউন শুরু করে নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে প্রেসক্লাব, শাপলা, মডার্নমোড়, টার্মিনাল, মেডিকেল মোড় হয়ে টাউনহল চত্বরে এসে শেষ করে।

শোডাউন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল সাংবাদিকদের বলেন, আগামীকাল শুক্রবারের ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম’র গণ সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা নগরীতে মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করলাম। শুক্রবারের গণ সমাবেশে রংপুর জেলার ৬টি আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনা হতে পারে। আমরা আশা করছি এবারের নির্বাচন সুন্দর ও সঠিক নির্বাচন হবে। তাই আমাদের দল নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি নিশ্চিত করেছে। আমরা চাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুরে ন্যায় রুপান্তরিত হবে। তাই আমাদের সহযোগীতা করুন। আমাদের গণ সমাবেশ সফল করুন ও আগামী ২৮জুন ঢাকার মহা সমাবেশ সফল করুন। আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। মোটরসাইকেল শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth