নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে রংপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে সর্বজনীন পেনশন সম্পর্কে সাধারন মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পেনশন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। শুরুতে ফিতা কেটে উদ্বোধন শেষে বেলুন উড়ানো স্টল পরিদর্শন শেষে মেলার উপর জেলা শিল্প কলা একাডেমিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের যুগ্ন সচিব ড. মোঃ ফেরদৌস আলম। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহের।
এ সময় রংপুর জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার এক পর্যায়ে সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন চাকরিজীবীদের জন্য নয় দিনমজুর, কৃষক, দোকানদারসহ দেশে ও দেশের বাইরে যারা থাকে সকল পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন। সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। তাই আমাদের সবার দায়িত্ব জনগণকে সঠিকভাবে জানানো।
মেলায় সরকারী-বেসরকারীসহ রংপুর জেলার সকল উপজেলা নিয়ে মোট ৫০টি স্টল রয়েছে। সর্বজনীন পেনশন মেলায় রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়, যেখানে আগ্রহীরা সরাসরি নিবন্ধন করতে পারেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়।