রংপুর জেলা ডিবি'র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক

নির্মল রায়:
রংপুর জেলা ডিবি'র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিল্পী বেগম (২৫) নামে এক নারী মাদক কারবারি আটক হয়েছে। আটক শিল্পী বেগম আরপিএমপি কোতয়ালী থানার স্টেশন রোড বাবু পাড়ার মনজুরুল আহমেদ লিটনের স্ত্রী।
রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শিল্পী বেগম রবিবার রাত সাড়ে দশটার দিকে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে
ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ইজি বাইকে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র এসআই সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ সোলার অফিসের সামনে থেকে তাকে আটক করে। এসময় নারী ডিবি পুলিশের সহায়তায় বিধি মোতাবেক শিল্পী বেগমের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ছাই রংয়ের ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ২০ টি পাতায় দুইশত পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, আটক শিল্পী বেগমকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।