উলিপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়াম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে টেন্ডার, কোটেশন ছাড়াই অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়াম্যান ও প্যানেল চেয়াম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৪ জুন (মঙ্গলবার) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, প্যানেল চেয়াম্যান শামছুল হকসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরেয়ার পাড় এলাকায়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চরেয়ার পাড় জামে মসজিদ হতে ধামশ্রেণি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০০ মিটার এলাকাজুড়ে তিনটি শিমুল গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন তারা। বিষয়টি স্থানীয় মানুষজন বাধা দিলে নানা হুমকি প্রদান করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে উল্টো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হকসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতার জোগসাজশে গোপনে অবৈধভাবে রাস্তার দুই ধারের প্রায় একুশটি গাছ বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করে নেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজার হোসেন বলেন, আমি সরেজমিনে তদন্ত করে রাস্তার পাশে তিনটি গাছ কাটা দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।