রাজারহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৮ জন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৫ টি কেন্দ্রে প্রথম দিনে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কেন্দ্রে ১৯২ জনের মধ্যে ১০ জন, রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৩ জনের মধ্যে ০১ জন, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬৬ জনের মধ্যে ০৬ জন, রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০০ জনের মধ্যে ০৮ জন এবং রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ৩৬৫ জনের মধ্যে ০৩ জনসহ মোট ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সরেজমিন পরিদর্শনে কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এ বছর রাজারহাটে ৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৮৮ জন এবং প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৮ জন। রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ আব্দুল হাই জানান, ২০১ বিষয় কোডে কুরআন মাজিদ বিষয়ে মোট ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।