৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

লালমনিরহাটে মোটরসাইকেল-ড্যাম ট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

2 weeks ago
50


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তেপতি এলাকায় মোটরসাইকেল ও ড্যাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাম জাকারিয়া প্লাবন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

শুক্রবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্লাবন জেলার কালিগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার কেটকিবাড়ী গ্রামের আবুল কালাম ছেলে মাহাথির মোহাম্মদ ফুয়াদ (২২)। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তি আতিকুর রহমান রিজু (৩২), পাটগ্রাম উপজেলার খাড়িজা জংড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে মহেন্দ্রনগর থেকে বড়বাড়ির দিকে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে গীদালের তেপতি এলাকায় বড়বাড়িমুখী একটি ড্যাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ফুয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth