জগন্নাথ দেবের রথযাত্রায় জলসেবা প্রসাদ ও ধর্মীয় লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
দেশ মাতৃকার কল্যাণ, মানবতার জয় ও বিশ্ব শান্তির প্রত্যাশায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত শুক্রবার থেকে প্রচন্ড গরম থেকে তৃষ্ণা মিটাতে ভক্তবৃন্দদের জন্য জলসেবা, প্রসাদ, ধর্মীয় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে। আর্য কল্যাণ ফাউন্ডেশন রংপুর এর আয়োজনে সপ্তাহব্যাপী সংগঠনের সদস্যরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় আগত ভক্তদেরকে জলসেবা, প্রসাদ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন। কর্মসূচিতে নের্তৃত্ব দিচ্ছেন আর্য কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব অনকূল চন্দ্র, জয় কুমারসহ সকল সদস্যবৃন্দ।