পাটক্ষেতে নিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পাটক্ষেতে নিয়ে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী খোকন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রাও অভিযুক্ত খোকনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন। অভিযুক্ত খোকন জেলার সদরের শাহজাহান আলীর ছেলে।
রোববার (২৯ জুন) পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লা হিল জামান এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে সাংবাদিকদের বলেছেন, অভিযোগের তদন্তহ চলছে। সত্যতা পাওয়া গেলে দ্রুত মামলা রুজু করা হবে।
পরিবার জানায়, নিপীড়নের শিকার শিশু গত ২৩ জুন দুপুরে বাড়ির পাশে কবরস্থানে ছাগল আনতে গেলে খোকন তার মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করতে গেলে খোকন তাকে মেরে ফেলার হুমকি দিলে সে ভয় পায়। প্রথমে বিষয়টি গোপন রাখলেও অসুস্থ হয়ে পড়লে পরে বিষয়টি পরিবারের কাছে ঘটনাটি জানায়।
শিশুটির বাবা রশিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমার মেয়ে মানসিকভাবে বিপর্যন্ত। আমি গত বুধবার পঞ্চগড় সদর থানায় খোকনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এজাহার দায়ের করেছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসারও চেষ্টা করেছি।
তবে অভিযুক্ত খোকন সালিশ এড়িয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয় বলে জানান শিশুটির বাবা। এদিকে অভিযুক্ত খোকনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।