কোন সুযোগ সন্ধানী মানুষ বিএনপির সদস্য অর্জন করতে পারবে না ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এবং পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটি'র সদস্য প্রফেসর ডাঃ এ. জেড, এম জাহিদ হোসেন।
প্রধান অতিথি'র বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটি'র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন বলেন, যারা বিএনপি করেন,বিএনপির আদর্শকে বিশ্বাস করেন এবং ধানের শীষকে মনে প্রাণে ধারণ করেন তাদের জন্য নবায়ন আর যারা মাঝখানে ঘুমিয়ে ছিলেন, পদত্যাগ করেছিলেন, অথবা অন্য কোন কিছু বিশ্বাস করতেন তাদের নবায়ন না করতে আসাই ভালো।
এসময় জেলা বিএনপি'র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু সাইদ, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,উপজেলা যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মি-ডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।