২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ডোমারে উপজেলা বিএনপির সভাপতি কালু'র বাড়ি চুরি

1 week ago
43


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারী ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু'র বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

রোবরার ২৯শে জুন মধোরাতে চুরিটি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এসময় তারা আরও জানায়, প্রায় ৩০ লক্ষ টাকা এবং চার ভরি স্বর্ণ অলংকার তারা হাতিয়ে নিয়ে যায়।

এবিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু'র পুত্র সাজি বলেন মধ্যরাতে কে বা কাহারা রান্নাঘরের জানালার শিখ কেটে বাড়িতে প্রবেশ করেন এবং সুকৌশলে আমাদের স্বয়ন ঘরের দরজা খুলে সম্ভবত চেতনা নাশক কোন স্প্রে ব্যবহার করে আমাদের ঘুমন্ত অবস্থাকে আরো অচেতন করে ঘরের লকার এবং আলমারি ঘরের বাহিরে বের করে আনে সেখানে রাখা আমার বাবার কাছে রক্ষিত ও আমার লকারে রক্ষিত প্রায় ৩০ লক্ষ টাকা ও আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যায়। আজকে সকাল ৯ টার দিকে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ঘরের এলোমেলো অবস্থা পরে তার আত্নচিৎকার ও চেঁচামেচিতে বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠে। এসময় আশেপাশের লোকজন আসলে সকলেই দেখতে পায় এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং দ্রুত চুরির সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে।

চুরির বিষয়টি শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ প্রদান করার পাশাপাশি ডোমার থানায় উপস্থিত হয়ে মামলা রুজুর পরামর্শ প্রদান করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth