পীরগঞ্জে এনসিপি'র কমিটিতে অযোগ্যদের স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এসসিপি)’র ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হয়নি।
এছাড়া আন্দোলনের সময় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া নারী সংগঠকদেরও কোনো স্থান দেওয়া হয়নি। কমিটি গঠনের পুরো প্রক্রিয়া হয়েছে একক সিদ্ধান্তে ও পক্ষপাতদুষ্টভাবে। এতে আমাদের বিশ্বাসের জায়গা চূর্ণ
সোমবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন থেকে ৪০-৪৫ জনের বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের একটি দল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সভা করে। বিক্ষোভ সনমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিশাল রহমান, মেহেদী হাসান, রাজ মিয়া, রোমান ইসলাম , শাওন, রোমান মিয়া প্রমূখ।