২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ভূরুঙ্গামারীতে উত্তম কৃষিচর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছে পার্টনার প্রকল্প

1 week ago
134


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভূরুঙ্গামারীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক সেবা কেন্দ্র ও পার্টনার ফিল্ড স্কুল গুলো গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব পালন করে যাচ্ছে।

পার্টনার প্রকল্পে উপজেলায় এ পর্যন্ত ১০টি ইউনিয়নে ২৮ টি পার্টনার ফিল্ড স্কুল- উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র চালু হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে ২৫ জন কৃষক-কৃষানীর সমন্বয়ে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) পরিচালনা করা হয়েছে।

এসব পার্টনার ফিল্ড স্কুলে কৃষকদের ১০ টি সেশনে দশ দিন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদ এর উপর গুরুত্ব আরোপ করা হয়। সেশন শেষে প্রত্যেক চাষীকে একটি করে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, পার্টনার প্রকল্পের এ স্কুল ও সেবা কেন্দ্র গুলোতে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও দক্ষ করে তোলা হয়েছে। যাতে করে সাধারণ কৃষকও তাদের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রসর হতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সকল ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ফসলের উপর প্রশিক্ষণ দিয়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এ পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth