১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বজ্রপাতে পলকে পুড়ে ছাই হলো তুলার মিল

1 week ago
120


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর সাতমাথা ওমর আলী ফিলিং স্টেশন সংলগ্ন, এস এম তুলার মিল বজ্রপাতের আগুনে পুড়ে ছাই হয়েছে, খবরটি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ার্দার। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেন। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কারখানা বন্ধ থাকায় কোন  হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তারা দেখতে পান এস এম তুলার মিলে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ারদার বলেন, “বিকেল সোয়া তিনটার দিকে আমরা খবর পাই। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের তীব্রতা বেশি থাকায় হারাগাছ স্টেশন থেকে একটি ইউনিট নিয়ে আসি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মালিকপক্ষের দেয়া প্রাথমিক তথ্যানুযায়ী প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিলের মালিক মোশারফ হোসেন অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোশারফ হোসেনের বাবা মোসলেম খান ও ভগ্নিপতি মানিক মিয়া জানান, “এ অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তুলা, ঝুট, মেশিনারিজ ও হিসাবের যাবতীয় খাতাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে তার বিভিন্ন এনজিও থেকে প্রায় ১২ লাখ টাকা এবং ব্যক্তিগতভাবে আরও ১০ লাখ টাকার ঋণ রয়েছে। তুলার মিলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মিলটি পুনরায় চালু করা এবং ঋণ পরিশোধ করা তার পক্ষে অসম্ভব। অন্যদিকে, একই সময়ে বজ্রপাতের কারণে পুরো শহরজুড়ে শতাধিক টেলিভিশন ও ফ্রিজ নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth