১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

রাজারহাটে ওসি নাজমুল আলম লিংকনকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

5 hours ago
22


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের রাজারহাটে ওসি নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫সেপ্টেম্বর) বিকালে ট্রাফিক মোড় এলাকায় রাজারহাটের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে সাইয়াদুর রহমান শাওন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাজারহাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান খোকন চৌধুরী, রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, উপজেলা সপ্রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রাজারহাট প্রেসক্লাবের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনিছুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেকেন্দার আলী লিমন, এনসিপি রাজারহাটের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্রদল রাজারহাট উপজেলা শাখার সভাপতি রুবেল পাটোয়ারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহবায়ক তোফায়েল আহমেদ, ছাত্রশিবির রাজারহাট উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া ও পূজা উদযাপন কমিটি রাজারহাটের সদস্য সচিব রতন কুমার রায় প্রমূখ।

বক্তারা বলেন-রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেয়া হয়। ফলে রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ধারনা করছে রাজারহাটের সচেতন মহল। ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পূনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth