১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

ফুলছড়িতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

3 hours ago
17


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।  এখানে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা মাওলানা আবুল খায়ের, ফুলছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল আলীম, উপজেলা পেশাজীবি বিভাগের সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার পাঁচদফা দাবী জানান।

তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং দেশের চলমান সংকট নিরসনে অবিলম্বে জনবান্ধব কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা জানান, এ দাবিগুলো পূরণ না হলে আন্দোলন আরও বেগবান হবে। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা হাতে ফেস্টুন নিয়ে অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth