১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

ঘোড়াঘাটে ১৩টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন ৩নং ইউপির চেয়ারম্যান

3 hours ago
45


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের ১৩টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন ৩ নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন । শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের ৫ হাজার টাকা করে তুলে দেন৩ নং সিংড়া ইউপির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। চেয়ারম্যান বলেন, ‘সম্প্রীতি ও সহনশীলতার দেশ গড়তে হলে সব ধর্মকে সমান গুরুত্ব দিতে হবে।’ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‘এই অনুদান দান নয়, এটি আমাদের সামাজিক ও সাংবিধানিক দায়িত্বের অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখা আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গড়তে হলে সব ধর্মকে সমান গুরুত্ব দিতে হবে। অনুদানপ্রাপ্ত মন্দিরগুলোর নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই আর্থিক সহায়তা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বিশেষ সহায়ক হবে এবং আগামী দুর্গাপূজা বা অন্যান্য ধর্মীয় উৎসবগুলো আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth