রাজারহাটে তিস্তায় সর্বস্বান্ত পরিবারগুলো পেল ত্রাণ ও নগদ সহায়তা

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হওয়া চর গতিয়াশাম বগুড়াপাড়া এলাকায় ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে রাজারহাট উপজেলা প্রশাসন।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশামে বৃহস্পতিবার ওই সব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ৩ মেট্রিক টনের বেশি চাল , মসুর ডাল, সয়াবিন তেল, লবণ এবং নগদ ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, গোলাম রসূল রাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, ইউপি সদস্য মো: মামুনুর রশীদ, মোঃ শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে সব সময় পাশে রয়েছে উপজেলা প্রশাসন। আমাদের মাঝে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে আমরা নিয়মিত আপনাদের খোঁজখবর রাখছি। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে আছি।’
কয়েকদিন আগে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে চর গতিয়াসাম এলাকার মানুষ পানিবন্ধী হয়ে পড়ে। সেই সাথে ভাঙ্গনের শিকার হয়ে ১৬টি পরিবারের বাস্তুভিটা, আবাদী জমিসহ ৪টি মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।