গোবিন্দগঞ্জে বিভিন্ন হাটবাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা গোবিন্দগঞ্জে উপজেলার দরকস্ত ইউনিয়নের বগুলাগাড়ী,চরকতলা,হরিতলা,পোড়াদহ,কালিতলা ও কোমরপুর বাজারসহ বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন জাতীয়তাবাদী সমবায় দলের কিন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মোঃ গোলাম কিবরিয়া। শুক্রবার বিকেলে এ গণসংযোগে জাতীয়তাবাদী সমবায় দলের উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন আইয়ুব এবং সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,পেপার রফিকুলসহ দলীয় নেতাকর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।