২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

1 day ago
13


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth