২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

বিরামপুরে শত্রুতা করে ৪ বিঘা জমির ধান খেত বিনষ্ট

1 day ago
29


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামে শত্রুতা বশত: আগাছা নাশক বিষ প্রয়োগ করে ৪ বিঘা জমির আমন ধান খেত বিনষ্ট করেছে দূর্বৃত্তরা। এঘটনার বিরামপুর থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ শনিবার (১১ অক্টোবর) বিনষ্ট ধান খেতের জমি পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের সিরাজুল ইসলাম তার জমিতে চলতি মৌসুমে আমন ধান রোপন করেন। সেই ধান খেতের চারা বড় হয়ে জমি সবুজে ভরে উঠেছিল। গত ৭ অক্টোবর ভোর রাতে দূর্বৃত্তরা শত্রুতা বশত: ৪ বিঘা জমির আমন ধানের উপর আগাছা নাশক বিষ স্প্রে করে। বিষের প্রতিক্রিয়ায় পরে ওই ধানের খেত পাতা শুকিয়ে মরে যেতে থাকে। সিরাজুল ইসলামের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে ধানঘরা গ্রামের আরিফুল ইসলাম দলবল নিয়ে সিরাজুলের জমিতে বিষ প্রয়োগ করেছে এবং এতে ধান গাছ মরে যাওয়ায় তার ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আরিফুল ইসলাম বলেন, ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এএসআই লিটন মিয়া বলেন, ক্ষতিগ্রস্থ্য ধান খেত পরিদর্শন করে অফিসার ইনচার্জের নিকট প্রতিবেদন পেশ করেছি।

থানার ওসি মমতাজুল হক জানান, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth