২৭ আশ্বিন, ১৪৩২ - ১২ অক্টোবর, ২০২৫ - 12 October, 2025

সুন্দরগঞ্জে জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবক আটক

3 hours ago
51


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা ওড়ানোর ঘটনায় এক যুবককে পুলিশ শনিবার বিকেলে আটক করেছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

ঘটনার সূত্রপাত একটি ভিডিওর মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে জুতা লাগিয়ে ওপরে তুলছেন। তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে বিষয়টি দেখছেন এবং হাসাহাসি করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং জনমনে তীব্র সমালোচনার সৃষ্টি করে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার বিকেলেই অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে আটক করে। মিরাজ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র। আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তার ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং সবাইকে ভিডিওটি ফেসবুকে পোস্ট না করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনার ফলে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সামাজিকভাবে এর তীব্র সমালোচনা হচ্ছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার পূর্ণ তদন্ত করছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth