৮ মাঘ, ১৪৩২ - ২২ জানুয়ারি, ২০২৬ - 22 January, 2026

লালমনিরহাটে সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশী ১ (এক) যুবক নিহত

1 month ago
139


একরামুল হক একরাম,লালমনিরহাট সদর:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে গতকাল বুধবার (৪ডিসেম্বর) ভোররাতে শমসের নগর সীমান্তে বিএসএফ'র গুলিতে সবুজ (২২) নামের একজন বাংলাদেশী যুবক নিহত হয়েছে। 

বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা যায় - জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের পুত্র সবুজ (২২) গত রাতে গরু পারের জন্য সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এর কাছে গেলে তাকে ভারতীয় ১৬৯ বিএসএফ এর  চেনাকাটা ক্যাম্পের  সদস্যরা গুলি করলে সে নিহত হয়।

শমসের নগর বিজিবি'র বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশী নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান বিএসএফ কে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।   অপরর দিকে ৬১ বিজিবি কোম্পানী কমান্ডার আবুল কাসেম জানান পতাকা বৈঠকের জন্য বিএসএফ'র উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে ।।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth