২ পৌষ, ১৪৩২ - ১৬ ডিসেম্বর, ২০২৫ - 16 December, 2025

শ্রদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে মুখর রুয়েট ক্যাম্পাস: দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন

8 hours ago
20


রাবি সংবাদদাতা:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিবসটি উদযাপন করে রুয়েট প্রশাসন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় বিভিন্ন আবাসিক হল ও শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: রবিউল ইসলাম সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, রেজিস্ট্রার, কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

দিবসটি উপলক্ষে শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘মহান বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড. মো: আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ঐশি জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আব্দুল মফিজ, অধ্যাপক ড. শহীদ উজ জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth