ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান বিজয় ও জাতীয় দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিল, ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর দিবসটি পালন করে। এসময় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, ইউএনও দিলারা আকতার, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।