৬ পৌষ, ১৪৩২ - ২১ ডিসেম্বর, ২০২৫ - 21 December, 2025

বরকত উল্লাহকে বাঁচাতে এগিয়ে আসুন

3 hours ago
18


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

তারাগঞ্জ উপজেলার, ইকরচারী ইউনিয়নের দক্ষিন হাজীপুর (নদীরপাড় টারী) গ্রামের মাজেদুল ইসলাম খোকনের ছেলে মো: বরকত উল্লাহ (০৯ ) বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পিতা। বরকত উল্লাহ দীর্ঘদিন ক্যানসার রোগে আক্রান্ত। তার পারিবারিক অসচ্ছালতার কারণে বরকত উল্লাহ ক্যানসার রোগে চিকিৎসা করতে পারছেনা। বরকত উল্লাহ বাবা একজন ভ্যান চালক। উন্নত চিকিৎসা দেয়া হলে বরকত উল্লাহ সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় বরকত উল্লাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন তলা, ৯ নং ওযার্ডে চিকিৎসারত অবস্থায় আছে। যে সময় বরকত উল্লাহ লেখা পড়া ও খেলা ধুলা করে বেড়ে উঠবে, সে সময় তিনি ক্যানসার রোগে ভোগছেন। ছেলের চিকিৎসার জন্য বাবা সবার কাছে সহযোগিতা চাইলেন। আপনাদের একটি দানে বাঁচাতে পারে বরকত উল্লাহ প্রাণ। সাহায্য পাঠান ( বাবা ) বিকাশ ও নগত নাম্বারেঃ  ০১৭৬৮৯৪০০৮৩ ।   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth