১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

সাঘাটায় ফসলের সাথে এ কেমন শত্রুতা

আমাদের প্রতিদিন
10 months ago
216


সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামে ১৫ শতাংশ জমির রোপা আমন ক্ষেত  রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দিবাগত  রাতের এ ঘটনায় পথে বসেছেন তারা মিয়া নামে এক দরিদ্র কৃষক। এ ঘটনায় আইনের আশ্রায় নিতে প্রস্তুতি নিচ্ছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক। স্থানীয় লোকজনের মধ্যে প্রশ্ন উঠেছে  ফসলের সাথে এ কেমন শত্রুতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, গজারিয়া  গ্রামের দরিদ্র কৃষক তারা মিয়া নিজের জমি না থাকায় তার প্রতি বেশী মশিউর রহমানের ২ বিঘা জমি বর্গাআধি নিয়ে তাতে এবার আমন ধানের চারা রোপন করেন। রোপন করা আমন ক্ষেতে বর্গাচাষি তারা মিয়া সার,সেচ ও কীট নাশক ব্যবহার করায় ধান ক্ষেত বেশ ভালোই হয়ে ওঠে। এরই মাঝে শনিবার দিবাগত  রাতে দুর্বৃত্তরা প্রায় ১৫ শতাংশ জমির ধান গাছ উপরে ও কেটে নষ্ট করে। এতে করে পথে বসেছেন দরিদ্র কৃষক তারা মিয়া। দরিদ্র কৃষক তারা মিয়া জানান পার্শ্ববর্তী পাছ গরগরিয়া গ্রামের এক ব্যক্তি শত্রুতার জের ধরে আমার এই সর্ব নাশ করেছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান জানান, এবিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়