১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর

আমাদের প্রতিদিন
10 months ago
225


দিনাজপুর প্রতিনিধি:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর সোনাপীর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি এবং অল্প স্বল্প বিনোদন ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হুমায়ুন কবীর। মরহুম হুমায়ুন কবীরকে দুপুর ১টায় দিনাজপুর একাডেমী স্কুল মাঠে জানাযার জন্য আনা হলে দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিক, লেখক, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। সবার মুখে মুখে ছিল হাস্যোজ্জ্বল ও মিষ্টভাসি হুমায়ুন কবীরের চির বিদায় দিনাজপুরের জন্য শুন্যতা পুরন হবার নয়। দুপুর ২টায় জানাযা শেষে সোনাপীর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাযা ও দাফন কাজে অংশগ্রহন করেন দিনাজপুরের সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সোমবার ঢাকা থেকে দিনাজপুরে আনার পথে ফুড ভিলেজ নামক স্থানে হুমায়ুন কবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মাতা, স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। জটিল রোগে আক্রান হয়ে প্রায় দেড় মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়