১১ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

হরকলিতে ফুলকপি/পাতাকপি চাষে ব্যস্ত সময় পার করতেছেন কৃষক

আমাদের প্রতিদিন
10 months ago
250


পাগলাপীর (রংপুর) প্রতিনিধি:

রংপুর সদর উপজেলার ,হরিদেবপুর ইউনিয়নের হরকলিতে ফুলকপি/পাতাকপি চাষে অধিক মুনাফার আশায় কৃষক মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন। হরিদেবপুর ইউনিয়নের হরকলি গ্রামের কৃষকরা অনেক জমিতে ফুলকপি/পাতাকপি চাষ করতেছেন, কৃষকরা এখন সচেতন হওয়ার কারণে ফুলকপি/পাতাকপি চাষে আগ্রহ বাড়ছে বলে কৃষকরা জানান। হরকলি গ্রামের ফুলকপি/পাতাকপি চাষি আঃ রাজ্জাক বলেন আমরা রংপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পেলে ভালো ফসল করতে পারবো। চাষি আঃ রাজ্জাক জানান আমি জমিতে ফুলকপি/পাতাকপি চাষ করছি ফলন ভালো হবে। আশা করি এই ফুলকপি/পাতাকপি ভালো হলে রংপুর জেলার বিভিন্ন পাইকাররা আমাদের ক্ষেত থেকে নিয়ে যাবে। কম পরিশ্রমে ভালো ফসল পাওয়া যায়। এ দিকে সদর উপজেলার যে সব চাষিদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে ফুলকপি/পাতাকপি চাষ করতেছেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়