১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

জাতীয় সংসদ নির্বাচন: আওয়ামী লীগের প্রেসব্রিফিংয়ে সকলকে শান্ত থাকার পরামর্শ

আমাদের প্রতিদিন
6 months ago
123


সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে শেষ হলো গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে।  এর আগে নির্র্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা। মোট ১শ ৩৯টি কেন্দ্র্রে ৪ লক্ষ ৩৯ হাজার  ৯২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ২২ হাজার ৯৫৪ জন আর পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৬৫ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩জন প্রার্থী সহ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ট্রাক মার্কার স্বতন্ত্রপ্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির কাজী মশিউর রহমান। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন  ভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় পুলিশের ১৪টি, বিজিবি’র ৩টি, সেনা বাহিনীর ২টি, র‌্যাবের ১টি টিম মাঠে কাজ করছে আর তাদের সার্বক্ষণিক সহায়তা করছেন ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে।

এদিকে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায়  উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে আজ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ এক প্রেস বিফিং এর আয়োজন করেন। এতে  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু বলেন ছোট কিছু বিছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন উৎসব মূখর পরিবেশে ভোটারা ভোট প্রধান করেছেন। ফলাফল যাই হোক তা মেনে নিয়ে সকলকে সহাবস্থানে শান্ত থাকার আহহ্বান জানান তিনি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়