১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কিশোরগঞ্জে সপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহঃ তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস

আমাদের প্রতিদিন
6 months ago
208


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

সপ্তাহ  ধরে শৈত্য প্রবাহ আর কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জনজীবন। সেই সাথে উত্তরের হিমেল বাতাশ আর ঘন কুয়াশার কারণে চরম  দূর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন। মেঘলা আকাশ আর কুয়াশার কারণে ৫দিন ধরে সূর্যের দেখা মেলেনি এই উপজেলায় । ভোররাত থেকে বৃষ্টির মতো কুয়াশাপাত পড়ছে। ঘন কুয়াশার কারণে কাছের জিনিষও দেখা যাচ্ছে না। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাহিরে বের হতে না পেরে পড়েছেন দুর্ভোগে। আলু চাষিরা পড়েছে বিপাকে। ৩ থেকে ৪ দিনের মধ্যে আলুর মড়ক রোধে ঔষধ প্রয়োগ করতে হচ্ছে চাষিদের। এতে করে আলু চাষে খরচ পরছে বেশী। তীব্র শীতে মানুষজনের পাশাপাশি গবাদি পশুও যবুথবু হয়ে পড়েছে। চট গায়ে দিয়ে দিনভর ঘরের ভিতর রাখতে হচ্ছে গবাদি পশুদের। হাট-বাজার ও রাস্তা-ঘাটে জন সমাগম কমে গেছে। বিশেষ করে উপজেলার নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছেন। শীতের তীব্রতার কারণে জ্বর,সর্দি ও কাশিসহ শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

এ দিকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান শনিবার (১৩/০১/২৪) নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ

জনপ্রিয়