১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

পীরগাছায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কৈকুড়ী সংস্কৃতি সংসদের কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
6 months ago
109


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

গত ৯ দিন ধরে সূর্যের দেখা নেই। রাতে ও দিনে কনকনে শীতে কাহিল বয়স্ক নারী-পুরুষ, শিশুরা। খড়কুটো জ¦ালিয়েও শীত নিবারণ করা যাচ্ছে না। এ অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছে পীরগাছার কৈকুড়ী সংস্কৃতি সংসদ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কৈকুড়ী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Ñ সুশান্ত কুমার সরকার।

কৈকুড়ী সংস্কৃতি সংসদের আয়োজনে স্কুল শিক্ষক মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, পীরগাছা থানার ওসি তদন্ত সেলিমুজ্জামান, কৈকুড়ী সংস্কৃতি সংসদের উপদেষ্টা রেজাউল তালুকদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মমিন তালুকদার লিজু, কৈকুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জরিফ উদ্দিন, কৈকুড়ী সংস্কৃতি সংসদের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। কৈকুড়ী সংস্কৃতি সংসদের মানবিক সেবা হিসেবে আশেপাশের ৫টি গ্রামের দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।  

সর্বশেষ

জনপ্রিয়