১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষনার লক্ষ্যে প্রারম্ভিক মত বিনিময় সভা

আমাদের প্রতিদিন
5 months ago
119


বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষনার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে প্রারম্ভিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী কো অর্ডিনেশন অফিস সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল আকতার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফিন্ড কো—অর্ডিনেটর এ্যাডভোকেসি ও এক্যাউটেবলিটি মোঃ তানজিমুল ইসলাম, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, বীরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মোছাঃ নার্গিস আকতার কেয়া, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক, শিশু প্রতিনিধি শিউলী আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে আগামী ১৬ডিসেম্বরের মধ্যে বীরগঞ্জ উপজেলা বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তাবনা উপস্থান করেন। আগামী দিনে বাল্য বিবাহের কুফল, বালিকাদের উন্নয়নে বিভিন্ন বাধা সমূহ ও তা অতিক্রমের উপায়, সামাজিক মিডিয়া ব্যাবহারে সচেতনতা তৈরী করতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।

সর্বশেষ

জনপ্রিয়