১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি-বাবলু

আমাদের প্রতিদিন
5 months ago
319


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রংপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। সোমবার দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর এমপি আসাদুজ্জামান বাবলু বলেন, এই কমিটিতে আমাকে রাখার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কমিটির সদস্য হিসেবে  আমার প্রধান লক্ষ্য হলো দেশের বেকারত্ব দূরীকরনে কাজ করা এবং শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা।

প্রসঙ্গত,দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হেভিওয়েট প্রার্থী মসিউর রহমান রাঙ্গাকে হারিয়ে আলোচনায় আসেন এমপি আসাদুজ্জামান বাবলু। রংপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে কেটলি প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। বর্তমানে তিনি রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

এছাড়াও তিনি গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়