১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার হাতে আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় পুলিশের প্রেস বিফ্রিং: ২জন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
5 months ago
99


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ছাত্রলীগের হামলায় আওয়ামীলীগ নেতা নিহতের ঘটনায় জড়িত মুলহোতা দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও মটর মালিক সমিতির সদস্য শরিফুল ইসলাম সোয়ান হত্যাকান্ডের ঘটনার পরপরই সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনান সাথে জড়িত বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)মোঃ রুহুল আমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এ ঘটনায় শুক্রবার রাতে নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে সদর থানায ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামার নামে মামলা দাযের করে।

উল্লেখ্য শুক্রবার বিকেলে শহরের খলিলগন্জ এলাকায় অভিনন্দন কনভেনমন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট জিপগাড়ী মোটর সাইকেলকে সাইড না দেয়ায় দুটি গাড়ির সংঘর্ষ ঘটে এতে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা সামান্য আহত হয়। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দলবল নিয়ে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে বেধরক পিটিয়ে আহত করে। পরে আহত সোয়ানকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান জেলা শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা মোটর মালিক সমিতির সদস্য।

সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছাঃ রোজিনা পারভীন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহার ভুক্ত ২জন আসামীকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়